Last Updated: Thursday, August 29, 2013, 22:34
অপহরণের তদন্তে নেমে খোঁজ মিলল এক বড়সড় অস্ত্র কারখানার। বাজেয়াপ্ত করা হয়েছে এগারোটি ওয়ান শটার, একটি নাইন এমএম পিস্তল। মিলেছে একটি ডাবল ব্যারেল বন্দুকের নল একত্রিশ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম। তিন জনকে ধরেছে পুলিস। তারা হল জ্ঞানসাগর শর্মা, মনোজ ও কালিকান্ত ঝা। সোনারপুরের রেনিয়া অরবিন্দ নগরের বাসিন্দা রামকুমার ঝা আটই জুলাই রাতে নিখোঁজ হন। ৪০ লক্ষ টাকা মুক্তিপণের দাবি করা হয়। সাড়ে সাত লক্ষ টাকায় রফা হয়। অগ্রিম হিসাবে আড়াই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে তিনদিন বাদে বাড়ি ফেরেন রামকুমার ঝা। বাকি টাকা চেয়ে অপহরণকারীরা ফোন করতে থাকে। ভয় পেয়ে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।