Last Updated: Wednesday, May 9, 2012, 16:05
বিরল অস্ত্রোপচারে সাফল্য এল জেলার হসপাতালে। পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে করে কিশোরের প্রাণ বাঁচিয়েছেন চিকিত্সকরা। মঙ্গলবার সকাল ১০টা। তাল কুড়োনোর জন্য বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল পুরুলিয়ার ডুমুরকলা গ্রামের কিশোর মুকেশ কৈবর্ত।