Last Updated: Monday, January 21, 2013, 22:53
সরকারি শপথগ্রহণ হয়ে গিয়েছিল রবিবার। আর সোমবার লক্ষাধিক মানুষের সামনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বারাক হুসেন ওবামা। বাইবেলে বাঁ হাত, ডান হাত শপথ-ভঙ্গিতে উপরে তুলে ওয়াশিংটনে ক্যাপিটল প্রাসাদের ঐতিহাসিক সাদা গম্বুজের নিচে ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন তিনি। শপথ বাক্য পাঠ করালেন দেশের প্রধান বিচারপতি জন রবার্টস।