Last Updated: Friday, February 7, 2014, 23:05
সংসদে তেলেঙ্গানা বিল পেশে স্থগিতাদেশ নয়। আজ এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। তেলেঙ্গানা বিল পেশ হওয়া আটকাতে শীর্ষ আদালতে বেশকয়েকটি আবেদন জমা পড়েছিল। সেইসব আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এইচ এল দাত্তুর নেতৃত্বাধীন বেঞ্চ আজ জানিয়ে দেয় তেলেঙ্গানা ইস্যুতে কেন্দ্রকে কোনও নির্দেশই দেবে না আদালত।