Last Updated: Sunday, January 1, 2012, 20:15
কাটোয়া তাপবিদ্যুত্ প্রকল্পের দায়িত্ব পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন-এর হাত থেকে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন-এর হাতে গেলেও, এখনও জটে এই প্রকল্প। জমিঅধিগ্রহণ থেকে শুরু করে, কৃষকদের দাবিদাওয়া মিটিয়ে আদৌ প্রকল্প রূপায়ণ হবে কিনা, তা নিয়েও রয়ে গেছে সংশয়। জমি দাতারা তাই অনেকটাই হতাশ। ২০০৫ সালে কাটোয়া তাপবিদ্যুত্ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি হয়।