Last Updated: Sunday, August 5, 2012, 22:17
ভারতীয় সময় সোমবার সকালে মঙ্গলের মাটি ছোঁবে নাসার যান কিউরিওসিটি। অবতরণের প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানানো হয়েছে নাসার পক্ষ থেকে। কিউরিওসিটির অবস্থা এখনও ভালই, তার যন্ত্রাংশও আশানুরূপ কাজ করছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মঙ্গল থেকে প্রায় চার লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করছে নাসার মঙ্গলযান।