Last Updated: Thursday, January 31, 2013, 11:16
বহু টালবাহানার পর অবশেষে দেশের মধ্যে প্রথম মুম্বইতে মুক্তি পেল 'বিশ্বরূপম'-এর হিন্দি সংস্করণ। অন্যদিকে, আজ এক সাংবাদিক সম্মেলনে কমল হাসান জানালেন গোটা ঘটনায় আসলে ভারতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাঁর স্বপ্নের প্রকল্প 'বিশ্বরূপম'-কে ঘিরে এই বিতর্ক একেবারেই অনঅভিপ্রেত বললেন প্রখ্যাত এইঅভিনেতা। আজ তিনি জানিয়েছেন গোটা ঘটনায় তিনি পীড়িত। কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করা তাঁর উদ্দেশ্য নয় বলেও দাবি করলেন তিনি। তবে এর সঙ্গেই কমল হাসান আবারও জানিয়ে দিলেন ''ধর্ম নয়, আমি রাজনীতির শিকার।''