Last Updated: Monday, April 8, 2013, 22:15
টেক-বাজারের নতুন গুঞ্জন বিলিয়ন ডলারের ডিলে মেসেজিং অ্যাপ `হোয়াটসঅ্যাপ` কিনে নিচ্ছে ইন্টারনেট জায়ান্ট গুগল। একটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, বেশ কয়েকমাস যাবতই এই চুক্তি নিয়ে কথাবার্তা চালাচ্ছিল দু`পক্ষ। তবে বিক্রির মূল্য নির্ধারনে দরকষাকষি চালিয়ে যায় হোয়াটসঅ্যাপ। দর হাঁকানোর ফলস্বরূপ প্রায় ১ বিলিয়ন ডলারের ডিল হয়ে চলেছে দু`পক্ষের মধ্যে।