দেশে ফিরে বাড়িতেই বৌভাত রানি-আদিত্যর

দেশে ফিরে বাড়িতেই বৌভাত রানি-আদিত্যর

দেশে ফিরে বাড়িতেই বৌভাত রানি-আদিত্যর দেশে ফিরেছেন রানি-আদিত্য। আর ফিরেই আদিত্য চোপড়ার বাড়িতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের জন্য নৈশভোজের আয়োজন করলেন চোপড়া দম্পতি। আঁটসাট নিরাপত্তা বেষ্টনীতে ফাঁকফোকড় গলেও নবদম্পতির ছবি তুলতে পারল না মিডিয়া। এমনকী, দুদিন আগে তাঁদের দেশে ফেরার খবরও ছিল সকলের অজানা। দশ বছর ধরে সম্পর্ক গোপন রাখার মতোই বিয়েও রইল পুরোপুরি গোপন।

চোপড়া বাংলো এ দিন ছিল নিরপত্তার চাদরে মোড়া। উঁচু পাঁচিলের ওপর সাদা চাদরে মুড়ে দেওয়া হয়েছিল। গ্রিলের দরজার থেকে যার দূরত্ব ছিল ২ ফুটেরও বেশি। তবে বেশ কিছু তারকাদের দেখা গেল বাংলোয় ঢুকতে। মা হিরু জোহরের সঙ্গে এসেছিলেন রানির ঘনিষ্ঠ বন্ধু করণ জোহর, এসেছিলেন সস্ত্রীক অনুপম খের, গায়ক নিতীন মুকেশ, সিদ্ধার্থ কাকের মতো হাতেগোনা কিছু তারকা। গত ২১ এপ্রিল ইতালিতে হঠাত্ই বিয়ে করেন রানি-আদিত্য। পরিবার ও কিছু ঘনিষ্ঠরাই উপস্থিত ছিলেন সেই বিয়েতে। বিয়ের খবরও প্রকাশ করা হয়েছিল শুধুমাত্র টুইটারে।

First Published: Monday, May 5, 2014, 20:18


comments powered by Disqus