Last Updated: Sunday, December 2, 2012, 11:42
আবু সালেমের বিরুদ্ধে আনা অতিরিক্ত মামলা খারিজের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে সিবিআই। উনিশশো তিরানব্বইয়ে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত আবু সালেম। দুহাজার দুই সালে পর্তুগালে গ্রেফতার করা হয় আবু সালেমকে। দুহাজার পাঁচ সালে প্রত্যর্পণের পর ভারতে নিয়ে আসা হয় সালেমকে। ভারতে তার বিরুদ্ধে যেসব ধারায় অভিযোগ আনা হয়েছিল তাতে তার মৃত্যুদন্ড পর্যন্ত হতে পারতো।