Last Updated: Monday, February 11, 2013, 10:07
এলাহাবাদ রেল স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৩৬ জনের। হাসাপাতালে চিকিত্সাধীন ৪০ জন, তার মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার সন্ধে সাতটা নাগাদ কুম্ভ মেলা থেকে বাড়ি ফেরার জন্য এলাহাবাদ স্টেশনে ট্রেন ধরতে হুড়োহুড়ি পড়ে যায়। অভিযোগ, ভিড় সামলাতে লাঠিচার্জ করে পুলিস। এর জেরেই পদপিষ্টের ঘটনা ঘটে বলে অভিযোগ। মৃতদের পরিবারপিছু পাঁচ লক্ষ টাকা এবং আহতদের এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দুর্ঘটনাগ্রস্থতের আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন তিনি।