Last Updated: Thursday, February 16, 2012, 19:17
পার্ক স্ট্রিটে অ্যাংলো ইন্ডিয়ান মহিলার ধর্ষনের ঘটনায় পুলিসি গড়িমসির অভিযোগ আনল মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগ। তাদের অভিযোগ, ১৪ তারিখ ফরেনসিক পরীক্ষা হলেও ২দিন পর দুপুরে পার্ক স্ট্রিট থানা রিপোর্ট নিয়ে যায়। অর্থাত্ গোটা ঘটনাতেই প্রশাসনিক নিষ্ক্রিয়তা়ই প্রকট হয়ে উঠছে।