জলের সঙ্গে যুদ্ধ করে বাঁচার চেষ্টা করছে ২ হাতি

জলের সঙ্গে যুদ্ধ করে বাঁচার চেষ্টা করছে ২ হাতি

জলের সঙ্গে যুদ্ধ করে বাঁচার চেষ্টা করছে ২ হাতিমর্মান্তিক দুর্ঘটনার স্বীকার হল ৩ টি হাতি। ডিভিসির ক্যানাল পেরোতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল ২টি হাতি। বাঁকুড়ার ধনসিমলায় বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল রাত এগারোটা নাগাদ ডিভিসি ক্যানাল পেরোচ্ছিল ১৫০ টি হাতির একটি দল। তার থেকেই তিনটি হাতি জলের তোড়ে ভেসে যায়। গভীর রাতে গুরুতর আহত অবস্থায় পাড়ে উঠতে সক্ষম হয় একটি হাতি। অন্য দুটি হাতি আটকে রয়েছে ক্যানালের স্লুইস গেটে। আটকে থাকা হাতিদুটিকে উদ্ধারের চেষ্টা করছেন বনকর্মীরা।

First Published: Friday, October 12, 2012, 09:57


comments powered by Disqus