Last Updated: Monday, January 23, 2012, 21:02
ছাব্বিশজন নন, মাত্র একজন। কৃষক আত্মহত্যা নিয়ে রাজ্যপালের কড়া প্রতিক্রিয়ার পরই পূর্ব অবস্থান থেকে সরে এসে, রাজ্যে একজন কৃষকের আত্মহত্যার কথা মেনে নিলেন মুখ্যমন্ত্রী। তবে উদ্বেগ নয়, আগাগোড়া মুখ্যমন্ত্রী বিষয়টাকে লঘু করতেই উদ্যমী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।