Last Updated: Wednesday, January 16, 2013, 20:18
সোনার ফসল না ঈস্পাতের শিল্প, মাওবাদ নিয়ে স্যাটায়ারের চাবুক না মোদো-মাতালের প্রলাপ ঠিক কোন সাবজেক্টের ওপর ভরসা করে বিশাল ভরদ্বাজ এ-ছবির চিত্রনাট্য লিখেছিলেন? এটা প্রশ্ন নয় ঠিক, এখানে একটা বিস্ময়বোধক চিহ্ন বসা উচিত। ভরসা করে বসাতে পারছি না। হয়ত কোনও গূঢ়ার্থ আছে, যা দর্শকের চোখ এড়িয়ে গেছে। নীরেন চক্রবর্তীর উলঙ্গ রাজা থেকে ধার করে বলব কী, হয়ত বা কিছু আছে, এত সূক্ষ্ম যা নজরে পড়ছে না।