Last Updated: Tuesday, November 13, 2012, 17:58
প্রাক্তন বনাম বর্তমান এক নম্বরদের লড়াইয়ের প্রথম ধাপটা নিষ্ফলাই থাকল। প্রকৃতির কোপে পড়ে ম্যাচের অনেকটা দফারফা হয়ে গেল ব্রিসবেনে প্রথম টেস্ট বুঝিয়ে দিল সিরিজে এখনও `পিকচার আভি বাকি হ্যা মেরে দোস্ত।`তবে এটাও ঠিক প্রথম টেস্ট ড্র হলেও কোথাও যেন একটা জয়ের আবহ পেল অসিরা। জয়ের আ ম্যাচের শেষ দিনে হাল্কা ক্লাইমেক্স থাকলেও এটা নিশ্চিন্ত ছিল প্রথম টেষ্ট ড্র হবে। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে বড় রানের পাহাড় তৈরি করে। জবাবে অস্ট্রেলিয়া সেই পাহাড়ে উঠতে প্রথমেই হোঁচট খায়।