Last Updated: Tuesday, March 12, 2013, 14:43
ক্ষেপণাস্ত্র অস্ত্রাগারকে আরও শক্তিশালি করতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছিল
ভারত। কিন্তু মঙ্গলবার প্রথম উন্নত সাব-সনিক মিসাইল 'নির্ভয়ের' উক্ষেপণ
করলেও তা সফল হয়নি। মাঝপথেই লক্ষ্যভ্রষ্ট হয় ভারতের প্রথম জলের তলায় প্রয়োগ
করার মিসাইলটি। আজ বালেশ্বরের কাছে চাঁদিপুরে নির্ভয়ের সফল উৎক্ষেপণ করা
হয়।