Last Updated: Sunday, February 24, 2013, 17:19
মারাদোনার কথাটা দারুণ কাজে দিল সানিয়া মির্জার। দুবাই ওপেনে চ্যাম্পিয়ন হলেন সানিয়া মির্জা আর বেথানি মাটেক জুটি। দিয়েগো মারাদোনার ভোকাল টনিকে খেতাব জয়ের স্বাদ পেলেন সানিয়া।
কদিন আগে এই দুবাই ওপেনে খেলা দেখতে আসা মারাদোনা সানিয়া মির্জার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন, ছবিও তোলেন। কোনও একটা প্রশ্নের জবাবে সানিয়াকে মারাদোনা বলেছিলেন, খেলার হারা জেতাটা নিয়ে বেশি মাথাঘামিয়েও না দেখবে অনেক মনের জোর পাবে।