Last Updated: Wednesday, March 19, 2014, 23:15
বনের ভিতর দিয়ে রাস্তা। সেই রাস্তায় গ্রামবাসীদের যাতায়াত নিয়ে বিরোধের জেরে আগুন জ্বলল জলদাপাড়া জাতীয় উদ্যানে। গ্রামবাসীদের বিক্ষোভে ভাঙচুর হল রেঞ্জারের সরকারি বাসভবন। ভাঙচুর করা হয় জলদপাড়া ইস্ট ও ওয়েস্ট রেঞ্জ অফিসেও। আগুন ধরিয়ে দেওয়া হয় বন দফতরের রেস্ট হাউসে। ভাঙচুর হয় তিনটি সরকারি গাড়ি।