Last Updated: Thursday, December 19, 2013, 18:01
তাঁর ফুটবল জীবন যখন মধ্যগগণে, তখন তিনি কম জ্বালাননি ইস্টবেঙ্গলকে। ডার্বি ম্যাচ হলে কখন যেন ব্যারেটো বনাম ইস্টবেঙ্গল হয়ে দাঁড়াত। সেই ব্যারোটোকেই আজ কলকাতা প্রিমিয়ার লিগে ৫ গোল দিল ইস্টবেঙ্গল। আই লিগের গুরুত্বপূর্ণ সময় শুরু হওয়ার আগে হ্যাটট্রিক করে গোলের অভ্যাসও করে রাখলেন জেমস মোগা। গোল পেলেন সুয়েকা, ভাসুমও।