Last Updated: Saturday, August 3, 2013, 16:38
সন্ধে হলেই কি বাড়িতে ধুপ জালান? প্রার্থনার সময় বা নেহাতই সুগন্ধের তাগিদে? মশা মাছি তাড়াবার উপায় হিসাবেও কি বেছে নিয়েছেন ধুপকেই? যদি এর উত্তর হয় হ্যাঁ, তাহলে যত শীঘ্র এই অভ্যাস বন্ধ করতে পারেন ততই মঙ্গল আপনার এবং আপনার পরিবারের পক্ষে। সাম্প্রতিক গবেষণা বলছে ধুপে সুগন্ধি ধোঁইয়া স্বাস্থ্যের পক্ষে অতন্ত ক্ষতিকর।