Last Updated: Friday, December 7, 2012, 17:59
নাহ! ইডেনেও জিতে ফেরা হল না ধোনিবাহিনীর। বদলার সিরিজের স্বপ্ন তো ওয়াংখেড়ের টেস্টের পরেই আরব সাগরে ভেসে গিয়েছিল। দেশের মাটিতে দাপটের সঙ্গে সিরিজ জেতার স্বপ্নটারও আজ গঙ্গার জলে ভেসে গেল। কলকাতা টেস্টের তৃতীয় দিনেও ব্রিটিশদের আধিপত্য বহাল থাকল। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ৫০৯। সপ্তম উইকেটে ইতিমধ্যেই সয়ান আর ম্যাট প্রায়র জুটি ৫০ রানের মজবুত পার্টনারশিপ তৈরি করে ফেলেছেন। তাঁদের হাভভাব দেখে মনেই হচ্ছে না তাঁরা দ্রুত প্যাভিলিয়নে ফিরে যেতে ইচ্ছুক। অশ্বিন, ওঝারা প্রচুর হাত টাত ঘুরিয়েও ইংল্যান্ড ইনিংসে দাঁড়ি টানতে ব্যর্থ। যদিও আজ লাঞ্চের পর ভারতীয় বোলাররা তুলনামূলক কিছুটা ইতিবাচক বোলিং করলেন। ওঝার ঝুলিতে ৩টে উইকেট। অশ্বিনের শিকার এক। কুক এন্ড কোম্পানি এখনই ১৯০ রানে এগিয়ে।