Last Updated: Monday, October 28, 2013, 16:17
অফিসে বস অনেকটা বাড়ির পাশে প্রতিবেশীর মত। যার উপস্থিতি এবং কার্যকলাপ আপনার জীবনে খুশি অথবা দুঃখের প্রভূত কারণ বয়ে আনতে পারে। ভাল প্রতিবেশী পাওয়াটা যেমন বেশ ভাগ্যের বিষয়, ভাল বসও কিন্তু ভাগ্যবানদের কপালেই জোটে। খিটখিটে বদমেজাজী বস শুধু মাত্র আপনার মেজাজ নয় বারোটা বাজিয়ে দিতে পারে আপনার স্বাস্থ্য ও জীবন ধারণের মানের।