Last Updated: Friday, October 12, 2012, 16:31
দু`হাজার বারো সালের নোবেল শান্তি পুরস্কার পেতে চলেছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরো জোন অন্তর্ভুক্ত দেশ গুলির ঋণ সমস্যা মেটানো এবং তাদের মধ্যে সমন্বয় সাধনের জন্য যে `ঐতিহাসিক` ভূমিকা নিয়েছিল তারই স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার ইউরোপিয় ইউনিয়ন পাচ্ছে বলে জানানো হয়েছে নোবেল কমিটির তরফ থেকে। চলতি বছরের ডিসেম্বরের ১০ তারিখে ১.২ মিলিয়ন ডলার অর্থমূল্যের পুরস্কার পাবে `ইউ`।