Last Updated: Thursday, June 5, 2014, 22:14
ফ্রেঞ্চ ওপেন ফাইনালে গ্ল্যামারের রোশনাই। সেমিফাইনালে কানাডার ইউজিন বুকার্ডকে ৪-৬, ৬-৭, ৭-৫, ৬-২ হারিয়ে মেয়েদের ফাইনালে পৌঁছে গেলেন রুশ সুন্দরী মারিয়া শারাপোভা। লাল সুর্কির কোর্টে খেতাব থেকে আর মাত্র এক ম্যাচ দূরে মাশা। ফাইনালে তাঁর সামনে সিমন হালেপ বা অ্যান্দ্রিয়া পেতকোভিক ম্যাচের বিজয়ী।