Last Updated: Tuesday, September 24, 2013, 22:38
রুগ্ন শিল্পের তকমা নিয়ে হলদিয়া পেট্রোকেম কি এ বার বিআইএফআরে যাচ্ছে ? সংস্থার আর্থিক রিপোর্টে সেই আশঙ্কা তৈরি হয়েছে। পেট্রোকেমের মোট সম্পত্তির চেয়ে বেশি হয়ে গেছে দায়ের পরিমাণ। যদিও, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দাবি,
এই সমস্যা মিটে যাবে। সরকারের হাতে থাকা সংস্থার শেয়ার নিলাম করা গেলেই নতুন বিনিয়োগ আসবে বলে আশা করছেন তিনি। বছরের পর বছর লোকসানে চলতে থাকায় ধুঁকছে হলদিয়া পেট্রোকেম। ব্যাঙ্কগুলিও আর ঋণ দিতে চাইছে না।