Last Updated: Thursday, August 30, 2012, 17:54
প্লেবয় ম্যাগাজিনের কভারে শারলিন চোপড়ার নগ্ন ছবি প্রকাশিত হওয়ার পর থেকেই জ্বলে পুড়ে শেষ হয়ে যচ্ছিল তাঁর হৃদয়। টুইটারে ক্রমাগত নিজের নিরাবরণ ছবি পোস্ট করেও ঠিক যেন স্বস্তি পাচ্ছিলেন না তিনি। তাই শেষমেশ নিজেই প্লেমেট হয়ে গেলেন পুনম পান্ডে!