Last Updated: Tuesday, March 20, 2012, 20:37
এবার থেকে মাউজের একটি ক্লিকেই পড়া যাবে নোবেলজয়ী বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের লেখা প্রেমপত্র থেকে শুরু করে তাঁর সংগ্রহের যাবতীয় মূল্যবান নথি। অ্যালবার্ট আইনস্টাইনের সংগ্রহ করা প্রায় ৮০,০০০ নথি সম্বলিত একটি ওয়েবসাইট লঞ্চ করল ইজরায়েলের একটি বিশ্ববিদ্যালয়।