Last Updated: Saturday, April 13, 2013, 22:48
ইস্টবেঙ্গলের কাছে এখন আই লিগ খেতাব জয়ের পথ শ্যাওলা বেছানো রাস্তার মত। আচমকা পা ফস্কালেই ভূপতিত হতে হবে খেতাব জয়ের স্বপ্ন থেকে। আর এই পথ সতর্কে অতিক্রম করার জন্য প্রথম হার্ডল স্পোর্টিং ক্লাব দ্য গোয়া। গোয়ার দলটি ঘরের মাঠে মোহনবাগানের কাছে ৫-১ গোলে হেরে কলকাতায় এসেছে। নতুন কোচ,নতুন বিদেশি-স্পোর্টিং ক্লাব দ্য গোয়া এখন ভাঙাগড়ার মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই সুযোগকেই এখন কাজে লাগাতে চান মরগ্যান।