Last Updated: Friday, February 28, 2014, 12:40
ছোটখাট, তুচ্ছ-তুচ্ছাতি কারণে রোজ রোজ মায়ের উপর হাত তুলত মদ্যপ বাবা। প্রতিদিন অসহনীয় অত্যাচার সহ্য করতে হত মাকে। মারের সঙ্গেই জুটত অপমানজন কথা-বার্তা। দিনের পর দিন সন্তানদের সামনেই মায়ের চরিত্র নিয়ে নোংরা মন্তব্য করত বাবা। মায়ের উপর বাবার এই অত্যাচার আর সহ্য করতে পারেনি ছেলেটা, মেনে নিতে পারেনি মায়ের উপর চলতে থাকা নির্যাতন। চোখের সামনে মায়ের এই কষ্ট আর বরদাস্ত না করে পেরে চরম ক্ষোভে, রাগে বাবাকেই খুন করে ফেলল সুরাটের ১৪ বছরের কিশোর। বুধবার রাতে সুরাটের ভাটনা অঞ্চলে ঘটেছে এই মনখারাপ করা ঘটনাটি। বুধবার মধ্যরাতে ইছাপোর পুলিস স্টেশনে নাতির বিরুদ্ধে ছেলেকে খুন করার অভিযোগ কাছে দায়ের করেছেন অভিযুক্ত কিশোরের ৭০ বছরের ঠাকুরদা লাল্লু রাঠোড়।