Last Updated: Monday, October 7, 2013, 21:43
আল কায়দার শীর্ষ নেতা আবু আনাস অল লিবিকে নিয়ে শুরু হল কূটনৈতিক লড়াই । সরকারকে অন্ধকারে রেখে কেন এমন অভিযান চালানো হল,তার ব্যাখা চেয়েছে লিবিয়া । প্রধানমন্ত্রী আলি জাইদানের দফতরে তলব করা হয়েছে মার্কিন রাষ্ট্রদূতকে। আমেরিকার দাবি,আবু আনাস অল লিবিকে দীর্ঘদিন ধরে খুঁজছিল মার্কিন সেনা। যে কোনও দেশ থেকেই তাকে হয় খতম অথবা গ্রেফতার করা হতো।