Last Updated: Monday, January 7, 2013, 10:11
রেজ্জাক মোল্লাকে দেখতে হাসপাতালে গেলেন তৃণমূল সাংসদ কবীর সুমন। আজ বেলা
১১টা নাগাদ মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে গিয়ে আহত বিধায়কের সঙ্গে দেখা
করেন সুমন। সেখানেই আব্দুর রেজ্জাক মোল্লার ওপর আক্রমণে অভিযুক্ত তৃণমূল
বিধায়ক আরাবুল ইসলামের সমালোচনা করে কবীর সুমন বলেন, ''গণ আন্দোলনের ওরা কী
জানে?" কবীর বলেন, "ফিরহাদ হাকিম তাঁবেদারি করেন।"