Last Updated: Wednesday, January 30, 2013, 17:56
দমদম বিমানবন্দরে মাত্র ১৯৯ ভোটে হারলেও গোটা দেশে সার্বিকভাবে এয়ারপোর্ট কর্মচারি সংগঠনে ফের ক্ষমতায় এল এয়ারপোর্ট অথরিটি এম্পয়িস ইউনিয়ন (এএইইউ)। দমদমে মোট ভোটার ছিলেন ১৫০০। ভোট পড়েছে মাত্র ১১৭২। সমস্ত কর্মী ভোট দিলে দমদমেও তাঁরা জিততেন বলে জানিয়েছেন বাম নেতৃত্ব। তবে ভোটের ফলাফল সার্বিকভাবে তাঁদের দিকে যাওয়ায়, কলকাতায় পুনর্নিবাচনের দাবি থেকে সরে আসছে বামেরা। পাশাপাশি, তাঁরা একবাক্যে জানাচ্ছেন, কলকাতার ১৫০০ ভোটের সবকটি দেওয়া সম্ভব হলে, সামান্য ব্যবধানে তাঁরাই জিততেন।