Last Updated: Tuesday, June 11, 2013, 21:47
ফের নিশানায় বুদ্ধদেব ভট্টাচার্য। মদন মিত্রের সুরেই একুশে জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযানের মিছিলে গুলি চালনার জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকেই দায়ী করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মদন মিত্র কমিশনকে জানিয়েছিলেন, দাবি ভুল প্রমাণিত হলে তিনি পদত্যাগ করবেন, তবে এদিন সেরকম চড়া সুর অবশ্য শোনা যায়নি ফিরহাদ হাকিমের গলায়।