Last Updated: Saturday, October 13, 2012, 17:52
আইপিএলে জিতে শাহরুখ খানের বহুসাধের স্বপ্ন সফল হয়েছে। এবার কিং খানের নজর বিশ্বসেরা হওয়ার। আজ, শনিবার থেকে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বিশ্বের বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স লিগ টি২০’র মূল পর্বের লড়াই। আর কিছুক্ষণ পরেই আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স নামছে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে।
দিল্লি শিবিরের কাছে ভাল খবর বীরেন্দ্র সেওয়াগ খেলছেন। নাইট শিবিরের তুরুপের তাস দক্ষিণ আফ্রিকার ঘরের ছেলে জাক কালিস। সেই সঙ্গে অধিনায়ক গম্ভীর, ব্রেন্ডন ম্যাকুলাম, মনোজ তিওয়ারি, সাকিব আল হাসানরা তো রয়েছেন। দিল্লির মূল শক্তি আবার পেস বোলিং।