Last Updated: Saturday, June 1, 2013, 16:07
চাকরি দেওয়ার নাম করে টাকা আদায়ের পর রাতারাতি বন্ধ হয়ে গেল দুটি সংস্থা। অভিযোগের তির, চিনারপার্কের সিনারজি কনসালটেন্সি কম্পানি এবং সেক্টর ফাইভের আরটেক সংস্থার বিরুদ্ধে। প্রতারিতদের অভিযোগ, আরটেক সংস্থায় ইন্টারভিউয়ের সুযোগ করে দেওয়ার নামে চাকরিপ্রার্থীদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করত সিনারজি কনসালটেন্সি।