Last Updated: Friday, July 26, 2013, 22:23
রমজান মাস শেষ হয়ে এল প্রায়। খুশির ঈদের অপেক্ষায় খুশির দিন গোনা। কিন্তু তার আগে অবশ্যই ছকে ফেলতে হবে ঈদের স্পেশ্যাল মেনু। হটকে রেসিপির সঙ্গে সঙ্গে কিন্তু চিরন্তন পদগুলিকে কোনও মতেই বাদ দেওয়া যায় না। লাচ্চা পরোটার সঙ্গে চিকেন কোর্মার ভালবাসাতো কেবল রবি শঙ্করের সঙ্গে জাকির হুসেনের যুগলবন্দীর সঙ্গে তুলনীয়। তাই এবার ঈদ স্পেশাল চিকেন কোর্মার রেসিপি রইল সবার জন্য।