Last Updated: Thursday, September 29, 2011, 18:55
গতকাল থেকে টানাপোড়েন। দফায় দফায় বৈঠক। প্রধানমন্ত্রী, ইউপিএ সভানেত্রীর হস্তক্ষেপ। অবশেষে মুখরক্ষা। বৃহস্পতিবার সন্ধ্যায় যৌথ সাংবাদিক সম্মেলন করলেন প্রণব মুখোপাধ্যায় এবং পি চিদম্বরম। চিদম্বরম-সঙ্কটে ইতি টানতে প্রণববাবু জানান, স্পেকট্রাম-কাণ্ডে অর্থমন্ত্রকের নোট নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তাতে ইন্ধন যুগিয়েছে সংবাদমাধ্যমই। নোটে যে ব্যাখ্যা দেওয়া হয়েছিল, তা তাঁর নয়।