Last Updated: Sunday, October 7, 2012, 16:46
ওডাফা, টোলগরা পারেননি। কিন্তু ফেডারেশন কাপের ব্যর্থতা ঝেড়ে ফেলে আই লিগের শুরুটা বিস্ফোরণের কায়দায় করলেন রন্টি মার্টিনস। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে রন্টি শুধু হ্যাটট্রিকই করলেন না, সঙ্গে দলকে নেতৃত্ব দিয়ে ৫-১ গোলে জিতিয়ে আনলেন। ম্যাচের ৫৮ মিনিটের মধ্যেই এবারের আই লিগের প্রথম হ্যাটট্রিকটা সম্পূর্ণ করে ফেলেন রন্টি। শুধু গোল করা নয়, গোল করানোর পিছনেও বড় ভূমিকা নিলেন।