ফেসবুকে আত্মপ্রকাশ করবে কৃষ থ্রি

ফেসবুকে আত্মপ্রকাশ করবে কৃষ থ্রি

ফেসবুকে আত্মপ্রকাশ করবে কৃষ থ্রি এবার নতুন ছবির ফার্স্ট লুক আনতে ফেসবুককে বেছে নিলেন হৃতিক রোশন। ২৭ জুন ফেসবুকে নিজের আগামী ছবি কৃষ থ্রি-র প্রথম পোস্টারে আনছেন হৃতিক। ফেসবুকে পোস্টার লঞ্চ করার পরই বেলা ৩টে থেকে ছবির প্রোমোশন শুরু করবে টিম কৃষ থ্রি।

সোশ্যাল নেটওয়ার্কিংয়ে পোস্টার লঞ্চ প্রসঙ্গে হৃতিক বলেন, আজকের দিনে প্রযুক্তি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সঙ্গে সঙ্গে দর্শকদের মতামত জানা যায়। আমি সোশ্যাল মিডিয়ার ক্ষমতার ওপর আস্থা রাখি। সোশ্যাল মিডিয়া আমাদের কাজকে সরাসরি ভক্তদের কাছে পৌঁছে দেয়। একই বক্তব্য, রাকেশ রোশনেরও। তাঁর মতে, সারা বিশ্বে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্তের কাছে পৌঁছনোর জন্য আমরা সোশ্যাল মিডিয়ার বিপুল ক্ষমতাকে কাজে লাগাতে চাই। কৃষ থ্রি বলিউডের প্রথম ছবি যেটা সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করবে।

কৃষ থ্রি-র ডিজিটাল ক্যাম্পেনের দায়িত্বে রয়েছে হাঙ্গামা ডিজিটাল মিডিয়া এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। হৃতিক ছাড়াও ছবিতে রয়েছেন বিবেক ওবেরয়, প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনা রওনাত। আগামী ৪ নভেম্বর মুক্তি পাচ্ছে কৃষ থ্রি।

First Published: Wednesday, June 26, 2013, 20:14


comments powered by Disqus