বিশ্বরূপম জায়গা পেল ১০০ কোটির শিবিরে

বিশ্বরূপম জায়গা পেল ১০০ কোটির শিবিরে

বিশ্বরূপম জায়গা পেল ১০০ কোটির শিবিরেতামিলনাড়ুতে মুক্তির মাত্র ৪ দিনের মাথায় ১০০ কোটির শিবিরে জায়গা করে নিল কমল হাসানের বিতর্কিত ছবি বিশ্বরূপম। টুইটারে ওমর ওরফে রাহুল বোস লিখেছেন, "বিশ্বরূপমই আমার জীবনের প্রথম ১০০ কোটির ছবি। পুরো টিমকে অভিনন্দন। এবং অবশ্যই বিশেষ করে মি. হাসানকে। এক্ষুনি জানলাম বিশ্বরূপমের বক্সঅফিস আয় ১২০ কোটি এবং এখনও চলছে। অসাধারণ!"

দু`সপ্তাহ ধরে চলা টালাবাহানার পর গত শুক্রবার সাতটি সিন এডিট করে তামিলনাড়ুতে মুক্তি পায় বিশ্বরূপম। তার আগেই ভারতের অন্যান্য রাজ্যে বিশ্বরূপম হিন্দিতে মুক্তি পেয়েছিল।

First Published: Monday, February 11, 2013, 22:02


comments powered by Disqus