Last Updated: Thursday, October 18, 2012, 19:10
ঘড়ি বলছে অকালবোধনের এখনও প্রায় ৪৮ ঘণ্টা বাকি। কিন্তু বাঙালির ওসব থোড়াই কেয়ার। ঘড়ির হিসাবনিকাশ সরিয়ে রেখে শুরু হয়ে গেল বাঙালির দুর্গাপুজো। শহর কলকাতায় বড় বড় (বড় মানে বাজেটের কথাই বলা হচ্ছে, অন্য কিছু নয়) পুজো মণ্ডপে আজই উদ্বোধন হয়ে গেল।
পুজো দেখতে আজ থেকেই মণ্ডপের বাইরে মানুষের ভিড় চোখে পড়ছে। পুজোর ভিড়কে
যারা ভয় পান তারাই একটু আগেভাগে দুগ্গা দর্শনে বেড়িয়ে পড়েছেন। ঢাকের
বোলে, আলোর রোশনাইয়ে বাংলা এখন মায়াপুরী।