Last Updated: Thursday, December 19, 2013, 11:34
সারাবছর জুড়েই থাকে কিছু অপ্রত্যাশিত পাওয়া। ভাবছেন আদ্যপান্ত সাদামাঠা একটা বছরে অপ্রত্যাশিত আবার কী পেলেন? আসলে প্রতিদিনই আমরা পেয়ে থাকি এমন কিছু যা না থাকলে হয়তো সেদিনটাই সম্পূর্ণ হত না, বা হয়ত জীবনের বৃত্তটাই থেকে যেত অপূর্ণ। রোজই মা, বাবা, স্বামী, স্ত্রী, ভাইবোন, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব বা অনেক সময় কেউ না হয়েও অনেকেই আমাদের জন্য করে থাকেন এমন অনেককিছু যা আমরা প্রাপ্তির অধিকার হিসেবেই ধরে নিয়ে থাকি। একবার ভাবুনতো এই মানুষগুলো না থাকলে কেমন হত আপনার জীবনটা? আপনার সঙ্গেই প্রতিদিন এই শহরে জীবনযাপন করেন এমন অনেক মানুষ যাদের কাছে আপনার জীবন অপ্রত্যাশিত। আর আপনি সেই জীবনেই প্রতিদিন বেঁচে চলেছেন সহজাত প্রত্যাশায়, দাবিতে। তাই তাদের জন্যই থাক আপনার বড়দিন।