Last Updated: Sunday, September 1, 2013, 21:54
সেই মাজদিয়া আর রায়গঞ্জ কলেজের পুনরাবৃত্তি। সন্দেশখালির কালিনগরে অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় জেল হেফাজতে যেতে হল অভিযুক্ত এসএফআই সমর্থকদের। আর ইটাহার কলেজে অধ্যক্ষকে নিগ্রহ করেও বহাল তবিয়তে রইলেন অভিযুক্তরা। হরিরামপুরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামককের ওপর হামলা হলেও পুলিস চোখ বন্ধ করে থাকল। অর্থাত্, অভিযোগ এক কিন্তু ফল ভিন্ন।