Last Updated: Friday, August 16, 2013, 22:30
একের পর এক ঘটনায় জড়িয়েছে অনুব্রত মণ্ডলের নাম। অভিযোগ উঠেছে খোদ তৃণমূল নেতা খুনের ঘটনায় যুক্ত থাকার। কিন্তু বারবারই ক্লিনচিট মিলেছে দলের তরফে। এমনকী অনুব্রতর হয়ে সাফাই দিয়েছেন মুখ্যমন্ত্রীও। কী কারণে অনুব্রতর উত্থান? আর কেনই বা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আড়াল করতে চাইছে তাঁকে? ২৪ ঘণ্টার রিপোর্ট।