Last Updated: Saturday, May 4, 2013, 10:12
পঞ্জাবের খালরা গ্রামের ভারত-পাক সীমান্ত দিয়েই ওপারে চলে গিয়েছিলেন সরবজিত সিং। খালরার বাসিন্দাদের মতে, সে সময় সীমান্তে বেড়া ছিল না। তাই ভুল করেছিলেন সরবজিত। এখন সীমান্তে কাঁটাতারের বেড়া, নিয়মিত টহলদারি থাকলেও আতঙ্ক কাটেনি। তবুও সীমান্ত পেরিয়ে গেলে সরবজিতের মত পরিণতি হবে কিনা, সেই আতঙ্ক এখন তাড়া করে ফিরছে খালরার বাসিন্দাদের।