Last Updated: July 10, 2014 20:34

মার্কিন যুক্তরাষ্ট্রে নিজের চার সন্তানকে গুলি করে খুন করলেন বাবা! তার সঙ্গেই হত্যা করলেন আরও দু`জনকে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুইস্টনের কাছে।
আততায়ীর ১৫ বছরের এক কন্যা অতন্ত্য সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। যদিও পুলিসকে সে তার বয়ান দিয়েছে। স্থানীয় সময় সন্ধে ছটা নাগাদ নিজের বাড়িতেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে আততায়ী। পুলিস ঘটনাস্থলে পৌঁছে ৩ শিশু সহ ৫ জনকে মৃত অবস্থায় আবিষ্কার করে। গুরুতর আহত আরেকটি শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
সন্তানদের খুন করে প্রথমে পালাতে চেষ্টা করে আততায়ী। কিন্তু কিছুক্ষণের মধ্যে পুলিসের গাড়ি তার গাড়ি ঘিরে ফেললে আত্মসম্পর্ণ করে আততায়ী।
পুলিসের অনুমান পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড। আততায়ী পুলিসের কাছে আত্মসম্পর্ণ করেছে। পুলিস জানিয়েছে নিজের সন্তানদের হত্যা করার পরেও সে নির্বিকার ছিল।
First Published: Thursday, July 10, 2014, 20:34