আমবাড়ির সালিশি সভায় খুন তৃণমূল নেতা

আমবাড়ির সালিশি সভায় খুন তৃণমূল নেতা

কোচবিহারে সালিশি সভায় খুন হয়ে গেলেন তৃণমূল নেতা। আমবাড়ি পঞ্চায়েতের সচিবকে সভা চলাকালীনই কুড়ুলের কোপ মারে স্থানীয় বাসিন্দা জব্বর শেখ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় অভিযুক্তর বাড়িতে। অভিযুক্তরা এখনও পলাতক। জব্বর শেখ নামে আমবাড়ির এক স্থানীয় বাসিন্দার পারিবারিক বিবাদ মিটাতে গিয়েছিলেন স্থানীয় পঞ্চায়েত সচিব আবদুল হামিদ মিয়া।

সোমবার দুপুরে সালিশিসভা শুরু হতেই বিবাদ চরমে ওঠে। কুড়ুল দিয়ে আবদুল হামিদ মিয়াকে কোপ মারে জব্বর শেখ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিরিশের ওই তৃণমূল নেতার। আহত হন আরও তিনজন। পরে ক্ষিপ্ত জনতা আগুন ধরিয়ে দেয় জব্বর শেখের বাড়িতে। কোতোয়ালি থানায় খুনের অভিযোগ দায়ের হয়েছে। মধ্যস্ততা করতে গিয়ে ভাইয়ের এভাবে মৃত্যু মেনে নিতে পারছেন না আবদুল হামিদ শেখের পরিজনেরা। বাড়ির তরতাজা ছেলেকে হারিয়ে এখন সেখানে শুধুই হাহাকার।

First Published: Monday, July 14, 2014, 23:45


comments powered by Disqus