Last Updated: Friday, May 30, 2014, 14:09
বিয়ের পর প্রথমবার ক্যামেরার সামনে এলেন রানি মুখার্জি। আর এলেন একেবারে নববধূর বেশেই। বৃহস্পতিবার রাতে যশ চোপড়ার ক্লদিং লাইন `ডিভা` লঞ্চ উপলক্ষে শাশুড়ি পামেলা চোপড়ার সঙ্গে দেখা গেল রানিকে। সব্যসাচির ডিজাইন করা লাল আনারকলির সঙ্গে শাঁখা-পলা, সিঁদুর, লাল চূড়া, লাল টিপ, হিরের আংটিতে মিষ্টি হেসেই শাশুড়ির সঙ্গে পোজ দিলেন বৌমা।