আম আদমি পার্টির কোনও সম্ভাবনাই নেই, জিতব আমরাই: আডবানী

আম আদমি পার্টির কোনও সম্ভাবনাই নেই, জিতব আমরাই: আডবানী

দিল্লির ভোটে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির ক্ষমতায় আসা নিয়ে উত্তেজনা চরমে পৌঁছলেও রাজধানীতে আআপ-এর জেতার কোনও সম্ভাবনাই নেই বলেও মনে করছেন বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানী।

সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে আডবানী বলেন, "একটা সময় ছিল যখন একটি রাজনৈতিক দলই সমস্ত ভোট পেত। কিন্তু আমরা দেশের জনতার সামনে বিকল্প হিসেবে আমরা দ্বি-মেরু রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আসি। আমি মনে করি না এখন তৃতীয় কোনও রাজনৈতিক দলের সম্ভাবনা রয়েছে। গতবার মানুষ আমাদের ভোট দেয়নি। আমরাদের নিজেদের ভুল ছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। দিল্লির মানুষ এখন বুঝতে শিখেছে কোন দল সঠিক। মানুষ আমাদেরই ভোট দেবে, আমরাই জিতব।"

আম আদমি পার্ঠির উত্থানে এই প্রথম রাজধানীর ইতিহাসে তৃতীয় বিকল্পের সম্ভাবনা দেখছে মানুষ।

First Published: Sunday, December 8, 2013, 09:39


comments powered by Disqus